হাদীস নিয়ে একটি সত্য কথা
রাসুলের মৃত্যুর পর হাদীসগুলোকে সন্নিবেশিত করা হয়েছিল শুধু মাত্র ইসলামের নামে একটি রাজনৈতিক গোষ্ঠী তৈরী করে বিভিন্ন গোত্রগুলোকে একত্রিত করে বাইজেন্টিয়ানদের ঠেকানোর জন্য উমাইয়া ও আব্বাসী শাসনামলে একটি যুদ্ধাংদেহীবাহিনী গঠন করার জন্য যেগুলো মানুষের চিন্তা করার ক্ষমতাকে হত্যা করে। একারণে দেখবেন যে হাদিস ভিত্তিক ইসলাম সমস্ত
প্রকার ক্রিয়েটিভ কাজকে নিষিদ্ধ করে দিয়েছে যেমন – নাচ, গান, সংগীত, চিত্রকলা এগুলো ইসলামে হারাম করা হয়েছে কারণ এগুলো মানুষের অন্তরকে প্রেমময়, নম্র ও ভদ্র করে। কিন্তু যাদের অন্তরে এসব ক্রিয়েটিভ কাজ নাই বা তার প্রতি শ্রদ্ধাও নাই
তারা যুদ্ধাংদেহী, বর্বর ও অসভ্য। যত ধরনের নিষ্ঠুর ও অসভ্য কাজ আছে এগুলোর প্রতি এদের আকর্ষন বেশি থাকে। আর একারণেই বর্তমান ইসলাম শতকরা ৯০ ভাগ রাজনীতি ও ১০ ভাগ বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। এ কারণে বর্তমান হাদিস ভিত্তিক ইসলাম অন্য কোনো মতবাদকে সহ্য করা তো দুরে থাক বিন্দু পরিমান শ্রদ্ধা করতেও শেখায় না।