সব ধর্মগুলোই কি পুরুষশাসিত
প্রতিটা ধর্মই পুরুষশাসিত অথচ প্রতিটা ধর্মেই নাকি বলছে নারীকে অনেক সম্মান দেওয়া আছে,সেটাতো বাস্তবিক জীবনে দেখাই যায় । নারীর জীবন বেশীরভাগটা অপরের যাতে কল্যাণ হয় সেই কাজে নিয়োযিত থাকে। কল্যাণের অজুহাতে কখনো ভায়ের জন্য বা কখনও স্বামীর জন্য ধর্মীয় রীতি-নীতি পালন করতে বাধ্য হয়। আর স্বামীর মৃত্যুর পরতো বিধবা
নারীর অবস্থা হয় আরও দুর্বিষহ। হাজারো নিয়ম-কানুন,উপবাস,বাদ-বিচার,লাঞ্ছনা-অবমাননা নিয়ে তাকে বেঁচে থাকতে হয়।
“কই পুরুষকেতো নারীর কল্যাণের জন্য কোনো ধর্মীয় রীতি-নীতি পালন করতে হয়না বা বিপত্নীক স্বামীকে হাজারো নিয়ম-কানুন মেনে বেঁচে থাকতে হয়না”। এমনকি ধর্মগ্রন্থে মৃত্যুর পর পুরুষ “হেভেনে” কি কি সুখ উপভোগ করবে তারও সুস্পষ্ট
বিবরণ আছে কিন্তু নারীর ক্ষেত্রে তেমন কিছুই নেই। তাহলে নারী, তুমি উচ্চস্বরে বলবেনা ? কেন কেন কেন ??? যদি নারীরা যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক হয়ে ওঠে তাহলে রাজনৌতিক ও ধর্মীয় ব্যবসায়ীদের “ধর্ম-ব্যবসার” টালমাটাল অবস্থা হয়ে যাবে।জীবনে চলার জন্য চায় “বাস্তবিক জ্ঞানসমৃদ্ধ শিক্ষা” এছাড়া আর কোনো ধর্মীয়গ্রন্থ মেনে চলার প্রয়োজন নেই।