কোরআন দ্বারা মানুষ যেভাবে সন্ত্রাসে পরিণত হয়
কোরান ২ :২১৬
كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
তোমাদের উপর যুদ্ধ ফরয করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না।
Fighting is prescribed for you, and ye dislike it. But it is possible that ye dislike a thing which is good for you, and that ye love a thing which is bad for you. But Allah knoweth, and ye know not.
কোরান ৯ঃ১২৩
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قَاتِلُوا الَّذِينَ يَلُونَكُم مِّنَ الْكُفَّارِ وَلْيَجِدُوا فِيكُمْ غِلْظَةً ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
হে ঈমানদারগণ, তোমাদের নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক আর জেনে রাখ, আল্লাহ মুত্তাকীদের সাথে রয়েছেন।
O ye who believe! fight the unbelievers who gird you about, and let them find firmness in you: and know that Allah is with those who fear Him.
কোরআন থেকে মানুষ এমন শিক্ষা পাবে এটাই স্বাভাবিক কারণ কোরআন আপনাকে জান্নাতের লোভ দেখিয়ে আপনাকে দিয়ে বিভিন্ন ধরনের অমানবিক কাজ করায় দেখেন কোরআনে জিহাদকে ফরজ করা হয়েছে আর ফরজ হচ্ছে যেটা
আপনাকে পালন করতেই হবে এটা পালন না করলে আপনি মুসলিম থাকবেন না আপনি জান্নাতে যেতে পারবেন না এই জান্নাতের লোভে আজকে মুসলিমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করে
আজকে মুসলিমরা সারা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে তারা যে কোন ধর্মের মানুষকে মারতে দ্বিধাবোধ করে না আজকে মানবতা বলতে কোন শব্দই তাদের ভিতর নেই
অবশ্যই আমাদেরকে মানবতা ফিরিয়ে আনতে হলে এই ধর্মকে ত্যাগ করতে হবে এবং এই ধর্ম থেকে আমাদের বের হয়ে আসতে হবে ধর্ম দ্বারা কোনদিন মানবতা ফিরিয়ে আনা সম্ভব না আমাদেরকে ধর্ম থেকে বেরিয়ে এসে এমন একটি সমাজ
গড়তে হবে যে সমাজে মানুষ কাউকে ছোট বড় হিসাবে দেখবে না সবাইকে আমরা সমান চোখে দেখবো কারো সাথে কারো ভেদাভেদ থাকবেনা কারো সাথে কারো দ্বন্দ্ব থাকবে না আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো