হাদিস
ইসলাম গ্রহণ না করলে তাকে হত্যা করা হতো
মোহাম্মদ এমন একজন মানুষ ছিলেন যিনি নিরীহ মানুষকে শুধুমাত্র তার স্বার্থ রক্ষার জন্য হত্যা করত তাকে না মানা পর্যন্ত ওই মানুষগুলোকে হত্যা করাই ছিল ইসলামের বিধান যে বিধানের অমান্যকারী কখনোই তার হাত থেকে রক্ষা পেত না একটা লোক মোহাম্মদের কাছে আসে তার সাথে কিছুক্ষণ কথা বলার পর মোহাম্মদ এই লোকটিকে হত্যা করার নির্দেশ দেন লোকটি দৌড়ে মোহাম্মদের কাছে যান এবং কালেমা পাঠ করেন আর এই কালেমা পাঠ করার পর মোহাম্মদ তাকে আর হত্যা করেন না এখানে এতটুক বুঝা যায় যে এই মানুষটি তার ভয়ে কালেমা পাঠ করেছে এভাবে মানুষকে ভয় দেখিয়ে ধর্ম প্রচার করতেন মোহাম্মদ হাদিসটি দেওয়া আছে আপনারা দেখে নিবেন
পরিচ্ছেদঃ ৩০/১. যে ব্যক্তি ‘‘লা ইলাহা ইল্লাল্লাহ ’’ বলে, তার উপর হস্তক্ষেপ থেকে বিরত থাকা