হিন্দু ও মুসলিম ধর্মের ভেতরে কিছু অদ্ভুত মিল!
১। হিন্দুরা মনে করে সমগ্র বিশ্বের শ্রষ্ঠা কেবল একজনই – ভ্রহ্মা = মুসলমানেরা মনে করে সমগ্র বিশ্বের শ্রষ্ঠা একজনই – আল্লাহ্।
২। হিন্দুরা মনে করে ভগবান বিষ্ণুর সহায়ক হিসেবে রয়েছে যমরাজ, হনুমান, মহাকাল ইত্যাদি = মুসলমানেরা মনে করে আল্লাকে বিভিন্ন কাজে সহায়তা করার জন্য রয়েছে আজরাইল, জিব্রাই, মিকাইল ইত্যাদি।
৩। হিন্দুরা মনে ইশ্বরের বিধান মানলে স্বর্গ আর না মানলে নরক = মুসলমানেরা মনে করে আল্লার বিধান মানলে জান্নাত নাম, না মানলে জাহান্নান।
ফলে হিন্দু-মুসলমানের কিছু কাজ করে যাতেও রয়েছে অদ্ভুত মিলঃ
৪। হিন্দুরা ষষ্ঠাঙ্গ প্রণীপাত করে= মুসলামান করে সেজদা।
৫। হিন্দুরা উপবাস থাকে = মুসলামন থাকে রোজা।
৬। হিন্দুরা গয়া, কাশী ইত্যাদি তীর্থস্থান যাত্রা করে = মুসলামানদের মক্কা, মদিনা, ফুরফুরা, চরমনাই ইত্যাদি তীর্থস্থান যাত্রা করে।
৭। হিন্দুরা তাদের শ্রষ্ঠার উদ্দেশ্যে পশুকে এক কোপে কেটে উৎসর্গ করে = মুসলমানেরা তাদের শ্রষ্ঠার উদ্দেশ্যে পোচ দিয়ে পোচ দিয়ে কেটে পশু উৎসর্গ করে।
৮। হিন্দুরা আগুনকে ঘিরে সাত পাক দেয় = মুসলামানেরা পাথরকে ঘিরে সাত পাক দেয়।
৯। হিন্দুরা কল্পনিক খারাপ স্বত্ত্বা রাবণকে আগুনের তীর ছুঁড়ে মারে = মুসলমানেরা কল্পিত খারাপ স্বত্ত্বা ইবলিশ কে পাথর ছুঁড়ে মারে।
১০। হিন্দুরা সারাক্ষণ অপদেবতার ভয়ে তটস্থ থাকে = মুসলামানেরা জিনের ভয়ে সারাক্ষণ টতস্থ থাকে।
১১। হিন্দুরা পাথরের মুর্তির সামনে খাবার দিয়ে, সিঁদুর লেপে পাথরের কাছে ক্ষমা চায় = মুসলমানেরা খন্ড খন্ড পাথরকে চুমু খেয়ে ক্ষমা চায়।
১২। হিন্দুরা ছোট জাতের হিন্দুদের ঘৃণা করে এমন কি হত্যাও করে = মুসলমানেরা কাদিয়ানি, শিয়া ইত্যাদি গোত্রের মুসলামনাদের ঘৃণা করে হত্যা করে।
আমার চোখে এই ক’টা মিল ধরা পরেছে। এতে অনেক ভুলও থাকতে পারে। আপনিও যদি এমন কোনো মিল খুঁজে পান তাহলে দয়া করে মন্তব্যের ঘরে জানাবেন। ভুল পেলে সুধরে দেবেন।
আমি জানি না কে কাকে অনুকরণ করছে। তবে এটা এটা জানি সবচাইতে প্রাচীন ধর্মের নাম সনাতনী ধর্ম বা হিন্দু ধর্ম।