ধর্ম

ইসলাম কি এতই জটিল ধর্ম?

ভেবে কি দেখেছেন কখনও??….

আল্লাহ কুরআনকে প্রচন্ড কঠিন করে নাযিল করলেন, যা বুঝার ক্ষমতা মানুষের নাই, বুঝার জন্য যেতে হবে ছয়টি হাদিসের কাছে??? কি আজব!!!
সেই হাদিসের ধরন হলো, অমুক নবীকে বলতে শুনেছে, তমুক নবীকে বলতে শুনেছে, ইত্যাদি?

কেউ শুনেছে, কেউ দেখেছে, সেইগুলো নাকি নবীর হাদিস!! হুরায়রা বলতে শুনেছে, আয়েশা বলতে শুনেছে, আনাস বলতে শুনেছে সবই শোনা কথা!! অবশ্য, আলি সুন্নিদের জন্য একটু কমই শুনেছে ৷ কারন আলি শীয়াদের জন্য বেশি শুনেছে ৷ 😄 তারা শুধু “শুনা” আর “দেখার” মধ্যেই ছিল ৷

আল্লাহ কুরআন নাযিল করে বুখারীদের পানে চেয়েছিলেন 250-300 বছর পর মহামান্যরা এই শুনা কথাগুলো সংকলন করে তার মাধ্যমে কুরআনের তাৎপর্য, মাহাত্ব,শানে নুযুল, অর্থ এবং ব্যাখা লিখবে সে জন্য? কি আজব তাইনা??

আর নবী মাঝখান থেকে এসব না জেনেই চলে গেলেন? তিনি শুধু কুরআন দিয়ে গেলেন ৷ কিন্তু আফসোস, বুখারিদের ছয়টি কিতাব নবী দেখে যেতে পারলেন না ৷ কুরআন যদি এত কঠিনই হয়, তার ব্যাখা, বিশ্লেষন, তাৎপর্য, শানে নুযুল, প্রেক্ষাপট নবী নিজে সংরক্ষন বা নিজ দায়িত্বে লিখে নেয়া উচিৎ ছিল কিনা? অথচ তিনি শুধু বলে গেলেন, বাকিরা শুনতে পেল, আর দেখতে পেল?? এখানেই শেষ?

নবী, সাহাবীরা কেউ এই মহৎ কাজ করতে পারলোনা, অথচ 4236 মাইল দুরের বুখারীরা এখন এই কুরআনকে বুঝার জন্য 35-40 লক্ষ হাদিস গ্রন্থ ব্যাখা, শানেনুযুল, হিসেবে তৈরি করে গেল ৷ তাও আবার যাচাই বাছাই করে মানতে হয়!!

দশ জনমেও 35-40 লক্ষ হাদিসের কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারবেন কি?

ইসলাম কি এতটাই জটিল ধর্ম? এত কঠিন? এত দুর্বোধ্য? যেটা বুঝতেই জীবন শেষ?
ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন!!
কুরআন বুঝে বুঝে বারবার পড়ুন, বুখারীদের প্রতারনা বুঝতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button