ধর্মীয় সমস্যা

দৈনন্দিন জীবনে ইহুদি খ্রিস্টানদের অবদান

খ্রিষ্টান মি. হাগেনের আবিষ্কৃত ঘড়ি দেখে ঘুম থেকে উঠে এডি বাওয়ারের উদ্ভাবিত জ্যাকেট পরে ডামলার এবং মিবাচের উদ্ভাবিত বাইক টেনে নামাজ পড়ার উদ্দেশ্যে তিনি মসজিদের দিকে রওনা দেন। সেখানে এসে হলসি টেলর এর আবিস্কার করা ফিল্টার থেকে পরিষ্কার পানি নিয়া অজু সারলেন এবং ক্লার্কের জুতা খুলে বেঞ্জামিন মঘুনের আবিষ্কৃত গিজারের গরম

পানি পান করলেন। অতঃপর মসজিদের গেইটে গিয়ে রবার্ট হোমেনের আবিষ্কৃত কাঁচের দরজা খুলে ভিতরে গেলেন। টমাস আলভা এডিসনের উদ্ভাবিত বৈদ্যুতিক বাল্ব চালু করতে বেঞ্জামিন ফ্রাক্লিনের আবিষ্কৃত বিদ্যুতের সাহায্য নিয়ে বাল্ব জ্বালানোর পরে মসজিদে এমন আলো জ্বলে উঠলো যেন সূর্য মাত্র নিভে গিয়েছে। ফিলিপ ডায়ালের আবিষ্কার করা ফ্যান

থাকলেও ঠান্ডার কারণে চালু করা যাচ্ছে না। উইলিস ক্যারিয়ারের আবিষ্কৃত এসি সামনের দিকে লাগানো ছিল কিন্তু তিনি চার্লস বেকার আবিষ্কৃত ইলেক্ট্রিক হিটার চালু করেই জেমস ওয়েস্টের আবিষ্কৃত মাইক্রোফোনে মুসল্লিদের ডাকা শুরু করেন। এডওয়ার্ড ক্যালগ ও চেস্টার রাইসের উদ্ভাবিত লাউড স্পিকারের কারণে উনার ভয়েসটি সব মুমিন মুসলমানদের

কাছে পৌঁছে যাচ্ছিল। ‘ঘুমের চেয়ে নামাজ উত্তম’ বলে নামাজ পড়ার জন্য মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, জৈন, ইহুদী, উপজাতিসহ সবার ঘুম ভেঙে দিলেন। নামাজ শেষে মোনাজাতে দুই হাত তুলে সমস্বরে প্রার্থনা করলেন-

′′হে আল্লাহ তুমি দুনিয়ার তাবৎ ইহুদি নাসারাদের ধ্বংস করে দাও এবং মুসলমানদেরকে কর্তৃত্ব দাও”।

এটা পড়েই ইনারা বলবেন ওদেরতো আল্লাহ মুসলমানদের জন্য চাকর বানিয়েছেন তাই তাদের দিয়ে সব আবিষ্কার করিয়ে নেন যেন মুসলিমরা আরামে জিকিরের নামে, ওয়াজের নামে মাইকে গালি ও বকা বাদ্য দিতে পারে।

যাকগে খ্রিস্টান বিলগেটস এর উদ্ভাবিত “উইন্ডোজ” কম্পিউটারে ইহুদি জোকারবার্গের ফেবু এ্যাপ দিয়ে পোস্টটা দিলাম। এখন আমার কী হবে ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button