এক আস্তিক ভাইয়ের কথা!
এক আস্তিক ভাই আমাকে উদ্দেশ্য করে বলেছেন.
কারো বিশ্বাসে আঘাত করা চরম অপরাধ!
কারো বিশ্বাসে আঘাত না করলে তো আজও সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরতো!! গ্যালিলিও কে জীবন দিতে হলো পুরো পৃথিবীর মানুষের বিশ্বাস কে আঘাত করার জন্য..
আপনি নিশ্চিত তো গ্যালিলিও মারাত্মক অপরাধ করেছিলেন???
আপনি বিশ্বাস করেন তো —
মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি
তাই জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি গ্রহণ করা অপরাধ ???
পুরো পৃথিবী এক সময়ে এটা বিশ্বাস করতো.. এখন উচ্চ শিক্ষিত দম্পতি একটা বাচ্চা নিচ্ছে!!!এটা অপরাধ???
অথচ আজকের পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পৃথিবীর ভরসাম্যর জন্য অত্যন্ত বিপদজনক!!
তাইতো পৃথিবীর জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রচার করতে গিয়ে হাজার হাজার কোটি খরচ করছে পৃথিবীর জ্ঞানী গুণীরা???
এরা তো কারো বিশ্বাসে চরম আঘাত করছে!!!এরা মারাত্মক অপরাধ করছে???
ভাই কবি গুরু বলেছেন.
আঘাতের পর আঘাত কর
আঘাতের পর আঘাত করেই স্বতীদাহ প্রথা বন্ধ করেছিলেন রামমোহন রায় !
এটাতো ভন্ড ধর্ম বিশ্বাসীদের বিশ্বাসের প্রতি চরম আঘাত !
আপনি বলুন রামমোহন রায় মারাত্মক অপরাধ করে ছিলেন ?
এই মেকি ধারণাটা আপনার মনের গভীরে গেঁথে দিয়েছে ধর্ম ব্যবসাইরা !!!কারণ এই বিশ্বাস না থাকলে ওরা না খেতে পেয়ে মারা যাবে.. অথবা ঐ রাজকীয় বেশভুশা খুলে মাঠে হাল চাষ করে খেতে হবে!!