আমরা মানুষ এটা আমরা কবে বুঝতে পারব
কোরবানি করা কোন নিরীহ পশুর মাংস আমি খাই না প্রায় চার বছর হয়ে গেছে যখন থেকে আমি বুঝতে পেরেছি এটা পশু হত্যা করে তৃপ্তি পাওয়া একটি উৎসব আবার অনেকে বলতে পারেন আপনি কি তাহলে মাংস খান না, হ্যাঁ আমি অবশ্যই খাই তবে সেটা আমার চাহিদার বেশি নয় এবং এভাবে হত্যা করা কোন পশুর মাংস আমি খাই না,
আমি যে পশুর মাংস খায় সেটার হত্যা আমি দেখে তৃপ্তি পাই না এবং আনন্দ পাই না, ইব্রাহিম নবী স্বপ্ন দেখে ছিল তার প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে তাই তিনি তার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, এখন আপনি তাহলে আপনাদের প্রিয় বস্তুকে কোরবানি করতে নিয়ে যাচ্ছেন না কেন ? জানি আপনারা তা পারবেন না ।
তাই বলে আপনারা এই নিরীহ প্রাণী এভাবে হত্যা করে সেই রক্তে আপনার শরীরকে রাঙাচ্ছেন এবং যে তৃপ্তি পাচ্ছেন এটা কত অমানবিক একটি কাজ সেটা কি আপনি একবারও বুঝতে পেরেছেন । কোন পশু হত্যা করে সৃষ্টিকর্তাকে তৃপ্তি দেওয়া যায় না, কারণ আপনার মতে এই পশু ও তার সৃষ্টি তাহলে তার সৃষ্টি হত্যা করে তাকে তৃপ্তি দেওয়ার কি আছে, এখানে আমি কোন ইবাদত দেখতে পাই না, আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে অমানবিক ভাবে হত্যা করা পশুর রক্তে রাঙানো নির্লজ্জ কিছু মানুষকে।